নাম সংকট দূরীকরণের জন্য কার্যকরী সমাধান



বিশেষ সূত্র থেকে পাওয়া সংবাদ বলছে বাংলাদেশে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো নাম সংকটে ভুগছে। তারা নতুন প্রাইভেট ইউনিভার্সিটির জন্য আর নতুন কোনো নাম খুঁজে পাচ্ছে না। বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটির নামগুলো দিকের নাম অনুসারে যথাক্রমে নর্থ সাউথ, সাউথইস্ট, ইস্ট ওয়েস্ট, ইস্টার্ন, নর্দান, নর্থইস্ট ইউনিভার্সিটি ইত্যাদি। এমতাবস্থায় প্রাইভেট ইউনিভার্সিটির নাম সংকট দূরীকরণের উদ্দেশ্যে নতুন কিছু আইডিয়া উদ্ভাবন করেছেন সালাহ উদ্দিন শুভ


  • যে কয়েকটি দিক বাকি আছে সেগুলো যত দ্রুত সম্ভব বুকিং দেওয়া। যেমন : ওয়েস্টার্ন ইউনিভার্সিটি, সাউদার্ন ইউনিভার্সিটি, সাউথ নর্থ ইউনিভার্সিটি ইত্যাদি।


  • দিকগুলোর বাংলা নামে ইউনিভার্সিটির নামকরণ করা। যেমন : পূর্ব-পশ্চিম বিশ্ববিদ্যালয়, উত্তর-দক্ষিণ বিশ্ববিদ্যালয় ইত্যাদি।


  • দিকের সংখ্যা শেষ হওয়ার পর সাপ্তাহিক বারের সংখ্যা ব্যবহার করা যেতে পারে। যেমন : রবি-সোম ইউনিভার্সিটি, শনিবার ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ফ্রাইডে ইত্যাদি।


  • ইংরেজি গ্রামার কিংবা বাংলা ব্যাকরণের কিছু উপাদান নিয়ে ইউনিভার্সিটির নাম হতে পারে। যেমন : কারক ইউনিভার্সিটি, সমাস বিশ্ববিদ্যালয়, প্রনাউন ইউনিভার্সিটি, প্রিপোজিশন ইউনিভার্সিটি ইত্যাদি।


  • বিভিন্ন পেশার নামে ইউনিভার্সিটির নামকরণ করাটাও একটি অসাধারণ আইডিয়া। যেমন : ওয়ার্কার্স ইউনিভার্সিটি, মুচি বিশ্ববিদ্যালয়, ব্যবসায়ী বিশ্ববিদ্যালয় ইত্যাদি।


  • নাম হিসেবে পুরুষ এবং নারীদের পোশাকের নামও ব্যবহার করা যেতে পারে। যেমন : থ্রিপিস ইউনিভার্সিটি, পাঞ্জাবি বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব জাঙ্গিয়া ইত্যাদি।


  • প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর নাম বিভিন্ন ফাস্টফুডের নামে নামকরণ করা যেতে পারে। যেমন : বার্গার ইউনিভার্সিটি, পিজ্জা ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব হটডগ ইত্যাদি।


  • সর্বশেষ আইডিয়া হলো- ১ থেকে শুরু করে নম্বর অনুসারে প্রাইভেট ইউনিভার্সিটির নামকরণ করা। এতে আর নাম সংকটে পড়ার কোনো আশঙ্কা নেই। যেমন : ঊনচল্লিশ বিশ্ববিদ্যালয়, ছয়শত ছিয়াশি বিশ্ববিদ্যালয়, সেভেনটি ফাইভ থাউজেন্ড নাইন হান্ড্রেড সিক্সটি ফোর ইউনিভার্সিটি।


বিচ্ছু, যুগান্তর
সংখ্যা - ৭৩৯
৩১ মার্চ ২০১৯

No comments:

Post a Comment