জাতির উদ্দেশে 'স্যার শুভ'র বাণীগুলো




এই পৃথিবীতে মহান মনীষী, দার্শনিক, বিজ্ঞানী ও সাহিত্যিকরা মানব জাতির জীবনযাত্রা সহজ করার লক্ষ্যে অনেক বাণী রেখে গিয়েছেন। সময়ের ব্যবধানে সেই বাণীগুলো বাস্তব জীবনে ব্যবহূত হচ্ছে না। তবে সেই বাণীগুলোকে বর্তমান সময়ের প্রেক্ষাপটে নতুন করে সংস্কার করেছে স্যার শুভ ভাইয়া। তিনি একাধারে দার্শনিক, সমাজবিজ্ঞানী, সাহিত্যিক, গবেষক এবং নাম না জানা আরও অনেক কিছু। তিনি ইতিমধ্যে বেশ কয়েকবার অশান্তিতে নো বেল পেয়েছেন। চলুন দেখে আসি স্যার শুভ ভাইয়ের সংস্কারকৃত উক্তিগুলো।



বাণী-১

ভ্রমণে চোখ খোলা এবং মুখ বন্ধ রাখুন। 

-জনৈক মনীষী।

ভ্রমণে দুই চোখই খোলা রাখুন, আল্লাহর ওয়াস্তে তৃতীয় চোখ (ক্যামেরা) বন্ধ রাখুন। এতে আপনার শুধু ছবি তোলাই হবে, ভ্রমণ নয়।

-স্যার শুভ ভাইয়া (ভ্রমণ বিশেষজ্ঞ)



বাণী-২

বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর

অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। 

-কাজী নজরুল ইসলাম

বিশ্বে যত কুরুক্ষেত্র, কূটনামি বরাবর,

পুরোটাই তার করিয়াছে নারী, শুধু আঙুল চুষেছে নর 

-স্যার শুভ ভাইয়া (নারীমন গবেষক)



বাণী-৩

মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে-অকারণে বদলায়।

-মুনীর চৌধুরী

মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে খালি খায়, কারণে-অকারণে খায়, এরপর ভুঁড়ি বানায়।

-স্যার শুভ ভাইয়া (ভাত এবং চাল বিশেষজ্ঞ)



বাণী-৪

তোমারে যে চাহিয়াছে ভুলে একদিন, 

সে জানে তোমারে ভোলা কী কঠিন!

-কাজী নজরুল ইসলাম

তোমারে যে ধার দিয়েছে ভুলে একদিন, 

সে জানে ওই টাকা ফেরত পাওয়া কী কঠিন!

-স্যার শুভ ভাইয়া (ঋণখেলাপি)



বাণী-৫

দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম প্রেম বলে কিছু নেই। মানুষ যখন প্রেমে পড়ে তখন প্রতিটি প্রেমই প্রথম প্রেম।

-হুমায়ুন আজাদ

রেডিসন, প্যান প্যাসিফিক, সোনারগাঁ বলে কিছু নেই। মানুষ যখন ফ্ল্যাটে যায় তখন প্রতিটি ফ্ল্যাটই লিটনের ফ্ল্যাট।

-স্যার শুভ ভাইয়া (ফ্ল্যাট বিশেষজ্ঞ)

প্যাচআল, সমকাল
সংখ্যা - ৪২৭
২৫ মার্চ ২০১৯

No comments:

Post a Comment